তীর্থযাত্রীদের অসুবিধা হতে পারে ! তিরুমালা ও শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরকে 'নো ফ্লাইং জোন' ঘোষণা করার আবেদন উঠলো

কেন এই দাবি তোলা হলো ?

author-image
Debjit Biswas
New Update
Tirupati

নিজস্ব সংবাদদাতা : আজ তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD)-এর চেয়ারম্যান বি.আর. নাইডু, ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপুকে একটি চিঠি লিখেছেন, যেখানে তিনি তিরুমালা ও শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণার আবেদন জানিয়েছেন। এই চিঠিতে তিনি বলেন, '' তিরুমালা ও শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির একটি পবিত্র তীর্থস্থান, যেখানে লক্ষ লক্ষ ভক্ত তীর্থ করতে আসেন। আকাশপথে বিমান চলাচলের কারণে তীর্থযাত্রীদের নানান অসুবিধায় পড়তে হতে পারে। তাই তিরুমালা ও শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের উপরে বিমান ও ড্রোন চলাচল নিষিদ্ধ করার জন্য আমি  সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।''