অস্ত্র লুঠের চেষ্টা ! মৃত ১

মণিপুরের থাউবাল জেলায় অস্ত্র লুটের চেষ্টা দাঙ্গাবাজদের। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের। 

author-image
Ritika Das
New Update
manipurviolence.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন থেকে অস্ত্র লুটের চেষ্টা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বাতিল হল সেই চেষ্টা। গত ৪ জুলাই, রাতে মণিপুরের থাউবাল জেলার খাঙ্গাবোকের একটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন থেকে অস্ত্র লুট করার চেষ্টা করেছিল দাঙ্গাবাজরা। কিন্তু তাদের প্রচেষ্টা  ব্যর্থ করে দেয় নিরাপত্তা বাহিনী। 

তবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দাঙ্গাবাজদের সংঘর্ষ হয়। যার ফলে একজন ব্যক্তির মৃত্যু হয়। কয়েকজন জখম হয়েছেন। নিরাপত্তা বাহিনী সফল ভাবে দাঙ্গাবাজদের রুখে দেয়।