ট্রাম্পের শুল্কে বড় প্রভাব নয়: এইচপি রনিনা

ভারতের ওপর ট্রাম্পের ২৫% শুল্ক, তীব্র প্রভাব পড়বে না: কর্পোরেট আইনজীবী এইচপি রনিনা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-30 10.46.18 PM

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রসঙ্গে কর্পোরেট আইনজীবী এইচপি রনিনা বলেন, “মার্কিন সরকার চাইলে ১ আগস্ট থেকে শুল্ক আরোপ করতেই পারে, আইনত কেউ তা আটকাতে পারবে না। এটি কিছু চলমান রপ্তানির ওপর প্রভাব ফেলবে এবং অনেক রপ্তানি চুক্তি আপাতত স্থগিত করা হয়েছে।”

তিনি আরও জানান, “চীন ও বাংলাদেশের পণ্যের ওপর যে হারে শুল্ক বসানো হয়েছে, তার তুলনায় ভারতের ওপর আরোপিত শুল্ক অনেক কম। ভারত থেকে যেসব চামড়াজাত সামগ্রী রপ্তানি হয়, সেগুলো খুবই সস্তা — ফলে এই শুল্কের প্রভাব ততটা মারাত্মক হবে না।” রনিনা আরও বলেন, “ট্রাম্প যে ‘penalty’-র কথা বলছেন, সেটি আসলে কী, তা এখনও পরিষ্কার নয়।” বিশেষজ্ঞদের মতে, যদিও তাৎক্ষণিক কিছু প্রভাব পড়বে, তবে দীর্ঘমেয়াদে ভারতের রপ্তানি খাত এই চাপ সামাল দিতে সক্ষম হতে পারে।