ইউক্রেনে বেসামরিকদের ওপর হামলা বন্ধে পুতিনকে রাজি করানো সম্ভব নয় বললেন ট্রাম্প

কি বললেন ট্রাম্প?

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-13 10.45.13 PM

নিজস্ব সংবাদদাতা: আসন্ন আলাস্কা বৈঠককে ঘিরে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে বেসামরিকদের ওপর হামলা বন্ধে রাজি করাতে পারবেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, "আমার মনে হয় এর উত্তর ‘না’। কারণ আমি এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কথা বলেছি।"

ট্রাম্প বলেন, "আমি যুদ্ধ শেষ করতে চাই। এটা বাইডেনের যুদ্ধ, কিন্তু আমি এটিকে শেষ করতে চাই। পাঁচটি অন্য যুদ্ধ আমি শেষ করেছি, এর সঙ্গে এই যুদ্ধ শেষ করতেও আমি গর্ববোধ করব। কিন্তু আমার মনে হয় এর উত্তর সম্ভবত ‘না’ হবে।" রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য আসন্ন আলোচনায় তাঁর সীমিত প্রত্যাশা ও বাস্তব পরিস্থিতি স্বীকার করার ইঙ্গিত দেয়। আলাস্কায় পুতিন-ট্রাম্প বৈঠক আন্তর্জাতিক পর্যায়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে, বিশেষত ইউক্রেনের বেসামরিক নিরাপত্তা ও যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে।