ট্রাম্পের হস্তক্ষেপ, না পসন্দ কংগ্রেসের

মোদী এতকিছুর পরও নীরব।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
trump

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য নিয়ে বারবার মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপ বরদাস্ত করছে না কংগ্রেস। অথচ মোদী এতকিছুর পরও নীরব। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন। 

kc venugopalls1.jpg

তাঁর কথায়, "আমাদের বিদেশ সচিব যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তা দেখে আমরা দুঃখিত। মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়ে ১৩ বার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ক্রমাগত বলছেন যে আমি ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা সমাধান করেছি। তিনি বলছেন যে আমি বাণিজ্য ব্যবহার করেছি। আমাদের প্রধানমন্ত্রী সম্পূর্ণ নীরব। তিনি কেন এই সব থেকে পালিয়ে যাচ্ছেন? দেশ উত্তর চায়। আমরা সংসদ অধিবেশন দাবি করছি, যা তারা মোটেও করছে না। আমাদের প্রধানমন্ত্রীকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। আমরা কেবল জানতে চাই কী ঘটেছে। সংসদের উত্তর পাওয়া উচিত"।