/anm-bengali/media/media_files/2025/11/25/screenshot-2025-11-25-202528-2025-11-25-20-25-48.png)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়খণ্ড: ঝাড়খণ্ড রাজ্য থেকে বেআইনিভাবে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় প্রবেশ করা বালি বোঝাই ট্রাক আটক করল মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে মোট ৮ টি বালি বোঝাই ট্রাক আটক করা হয় এবং ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ বালিভাষা নাকা এলাকায় অভিযান চালায়। অভিযানে ধরা পড়া ট্রাকগুলির চালক ও শ্রমিকদের কাছে বৈধ নথি চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। এরপরই পুলিশ ট্রাকগুলি আটক করে এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার অভিযুক্তরা হলেন, গৌতম পাত্র ও সুনীল পাত্র যাদের বাড়ি বেলপাহাড়ি থানার বালিচুয়া গ্রামে। এছাড়া কৃষ্ণ পাতরের বাড়ি ঝাড়খন্ডের চাকুলিয়া থানার কদমডিহা গ্রামে, ভূপেন মুর্মুর বাড়ি বেলিয়াবেড়া থানার পোরাডিহা গ্রামে ও সমর সাধনের বাড়ি বিনপুর থানার মেঘাবাঁধি গ্রামে।
পুলিশের দাবি, আটক হওয়া ট্রাকগুলিতে বিপুল পরিমাণ বালি ছিল। এই বালি কোথায় পাচার করা হচ্ছিল এবং চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ মনে করছে, এর পেছনে বড়সড় বালি পাচারচক্রের যোগ থাকতে পারে। তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকে নজর রাখছে প্রশাসন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/25/screenshot-2025-11-25-202507-2025-11-25-20-26-09.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us