পাকিস্তানি ড্রোন উদ্ধার করল BSF

পাঞ্জাবের অমৃতসরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে আরেকটি পাকিস্তানি ড্রোন খুঁজে পেল বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ার এবং পাঞ্জাব পুলিশের আধিকারিকরা একটি ড্রোন উদ্ধার করেছে। 

author-image
SWETA MITRA
New Update
bsf punjab.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও এক পাকিস্তানি ড্রোন উদ্ধার করল বিএসএফ (BSF)। জানা গিয়েছে, বিএসএফপাঞ্জাবফ্রন্টিয়ারএবংপাঞ্জাবপুলিশেরআধিকারিকরা একটি ড্রোন উদ্ধার করেছে।  অমৃতসরজেলারকক্করেরসীমান্তবর্তীগ্রামেচাষেরজমিথেকেএকটিপাকিস্তানিড্রোনউদ্ধার হয়েছে বলে খবর।