প্রয়াত ত্রিপুরার প্রথম পদ্মশ্রী বিজয়ী হিমাংশু মোহন চৌধুরী

ত্রিপুরার প্রথম পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত হিমাংশু মোহন চৌধুরী মারা গেছেন। অবসরপ্রাপ্ত সিভিল সার্ভিস কর্মকর্তা এবং একজন মানবতাবাদী ৮৪ বছর বয়সে মারা গেছেন।

New Update
হ্নগবফভ

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরার প্রথম পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত হিমাংশু মোহন চৌধুরী মারা গেছেন। অবসরপ্রাপ্ত সিভিল সার্ভিস কর্মকর্তা এবং একজন মানবতাবাদী ৮৪ বছর বয়সে মারা গেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোনামুড়ায় সাব ডিভিশনাল অফিসার (এসডিও) হিসাবে নিযুক্ত থাকাকালীন চৌধুরী সংঘাত ও নিপীড়ন থেকে পালিয়ে ত্রিপুরায় আসা আড়াই লাখেরও বেশি বাংলাদেশিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি শরণার্থীদের জন্য তাঁবু এবং অস্থায়ী রান্নাঘর স্থাপন করেছিলেন, খাদ্য ও আশ্রয় নিশ্চিত করেছিলেন। ১৯৭২ সালে কেন্দ্রীয় সরকার তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করে। তৎকালীন বাংলাদেশ সরকারও তাকে তার "নিষ্ঠা ও স্বতঃস্ফূর্ততার" জন্য সম্মানিত করেছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, 'ত্রিপুরার প্রথম পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত হিমাংশু মোহন চৌধুরীর প্রয়াণে গভীরভাবে শোকাহত।'