রাজ্যকে ৩৩৯.৩৫ কোটি টাকা পাঠালো কেন্দ্র, খুশি মুখ্যমন্ত্রী

ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha) বড় তথ্য ভাগ করে নিলেন সকলের সঙ্গে। কেন্দ্র বিপুল টাকা পাঠিয়েছে রাজ্যকে। আর এই টাকার পরিমাণ দেখে মাথা ঘুরে যেতে পারে আপনারও।

author-image
SWETA MITRA
New Update
modi tripura.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার কেন্দ্রের তরফে কোটি কোটি টাকা পেল ত্রিপুরা। টুইট করে এমনই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। আজ শুক্রবার তিনি এক টুইট বার্তায় জানান, ‘ত্রিপুরাপ্রধানমন্ত্রীআবাসযোজনার (গ্রামীণ) আওতায়৩৩৯.৩৫কোটিটাকাপেয়েছে।ত্রিপুরারজনগণেরপক্ষথেকেআমিমাননীয়প্রধানমন্ত্রীশ্রীমোদীকে (Narendra Modi)আন্তরিকধন্যবাদজানাই। এটিঅবশ্যইরাজ্যেপিএমএওয়াই-গ্রামীণবাস্তবায়নকেত্বরান্বিতকরবে।