৫০০ বছরের অপেক্ষা, ফের তৈরি রামরাজ্য! কী বললেন মুখ্যমন্ত্রী?

রাম মন্দির 'প্রাণ প্রতীষ্ঠ' অনুষ্ঠান উপলক্ষে বড় বক্তব্য দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
knmn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ রাম মন্দির 'প্রাণ প্রতীষ্ঠ' অনুষ্ঠান উপলক্ষে রবিবার রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, "৫০০ বছরের প্রতীক্ষার পর রাম মন্দির তৈরি হয়েছে। আমরা সবসময় বলি 'রামরাজ্য'। 'রামরাজ্য'-এর সময় সবাই খুশি ছিল, তাই গোটা দেশে রামরাজ্যকে চাইছেন প্রধানমন্ত্রী। ত্রিপুরাতেও মানুষ খুব উত্তেজিত হয়ে প্রদীপ জ্বালাচ্ছে।" 

hire