/anm-bengali/media/media_files/hJTnJZEmlUDgaC3SIfPb.jpg)
নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজোর ছুটিতে অনেকেই পাহাড়ে যাওয়ার প্ল্যান করেছেন। বিশেষত, সিকিমে যাবেন বলেও অনেকে পরিকল্পনা করেছেন। এদিকে হরপা বানে বিধ্বস্ত রাজ্যটি। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। জারি রয়েছে উদ্ধার কার্য। এক কথায় যে সৌন্দর্যের টানে পর্যটকরা সিকিম যাবেন ভেবেছিলেন সেই সৌন্দর্যে মোড়া সিকিমের রূপ এখন ভয়ঙ্কর। চারিদিক লন্ডভন্ড। কাদামাটি আর জল। এহেন পরিস্থিতিতে পুজোয় এবার সিকিম ভ্রমণ কি বাতিল করতে হবে? কতটা নিরাপদ সিকিম?
শনিবার বন্যা কবলিত এলাকা এবং মাঙ্গনের নাগা গ্রামে ত্রাণ শিবিরে যান সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। তিনি সিকিম ট্যুরের বিষয়ে জানান, ''যেহেতু সংযোগের অভাব রয়েছে, তাই সবকিছু পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের পর্যটকদের যারা দুর্গা পূজার জন্য সিকিমে আসতে চান তাদের কিছু বলার মতো পরিস্থিতিতে আমরা নেই।''
#WATCH | On Sikkim flash floods, CM Prem Singh Tamang says "...Since there is a lack of connectivity, we are not in a situation to say anything to our tourists who want to visit Sikkim for Durga Puja, until everything is restored. Schools and Colleges have been closed till 15th… pic.twitter.com/07wW4VuSfn
— ANI (@ANI) October 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us