মহুয়া বিতর্কে মুখে কুলুপ তৃণমূলের! একি বললেন বিজেপি নেতা?

নিশিকান্ত দুবে বনাম মহুয়া মৈত্র বিতর্ক যখন তুঙ্গে, তখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে তৃণমূল বলে অভিযোগ।

author-image
SWETA MITRA
New Update
mahua ed.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান নেতা তথাগত রায়। এমনিতেই ঘুষকাণ্ডে মহুয়া মৈত্রকে নিয়ে সরগরম হয়ে রয়েছে রাজনৈতিক মহল। তথাগত রায় (Tathagata Roy) লেখেন,মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূল নীরব বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম। দুটি জিনিস হতে পারে, প্রথমত, নিশিকান্তজি একজন স্মার্ট সাংসদ এবং শক্ত প্রমাণ ছাড়া তিনি অভিযোগ করবেন না। দ্বিতীয়ত, মহুয়াকে অবশ্যই নাম্বার ইউনো এবং সাইডকিককে ছাড়িয়ে যেতে হবে না। এটি তাকে আকারে ছোট করার একটি সুযোগ।‘ সম্প্রতি মহুয়ার বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত ডুবে লোকসভার স্পিকারকে চিঠি লিখে জানিয়েছিলেন যে মমতার সাংসদ শিল্পপতি দর্শন হীরানন্দানির থেকে ঘুষ, বাবদ টাকা, উপহার নিয়েছিলেন। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল।