/anm-bengali/media/media_files/x972GoZvtWl6knUumwZj.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল সংসদরা। দিল্লিতে একের পর এক ঘটনা। এবার শান্তনু সেনের ভিডিও পোস্ট করে রসিকতা অনুপম হাজরার। প্রতিদিনই এক্স হ্যান্ডেলের পোস্টে তাক লাগিয়ে দেন বিজেপি নেতা। বাকিদের তুলনায় তার পোস্টগুলি যে একটু আলাদা তা আর বলার অপেক্ষা রাখেনা। কয়েক সেকেণ্ডের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওয় দিল্লি পুলিশের কব্জায় ছটফট করতে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদকে। ক্যাপশানে অনুপম লিখছেন, ''..যোগা ক্লাসের প্রথম দিনে আমি 😑''। প্রসঙ্গত, শান্তনু সেনের হাতটির অবস্থানের সঙ্গে মিল রয়েছে গোমুখাসনের। পুলিশের সঙ্গে যেভাবে ধ্বস্তাধ্বস্তি হয় তাতে যোগা ক্লাসে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার মধ্যে মিল খুঁজেছেন বিজেপি নেতা।
#TMCThieves_in_Delhi
— Dr. Anupam Hazra 🇮🇳 ডঃ অনুপম হাজরা ✨ (@tweetanupam) October 4, 2023
...যোগা ক্লাসের প্রথম দিনে আমি 😑
...my first day at Yoga Class 🙄 pic.twitter.com/Z7OVHY4084
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us