/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মহান জনজাতি নেতা বীরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকীতে ওডিশা বিধানসভা প্রাঙ্গণে তাঁর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি। মুখ্যমন্ত্রী জানান, ‘‘আজ মহান বীরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আমরা বিধানসভা ক্যাম্পাসে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছি… প্রধানমন্ত্রী তাঁর জন্মদিনকে ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে ঘোষণা করেছেন… আজ রাজ্য ও কেন্দ্র—উভয় স্তরেই এই দিনটি উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে গুজরাট সফরে গিয়েছেন। সব রাজ্যকে এই উদযাপনে যুক্ত করা হচ্ছে, আমিও রাউরকেলায় আমাদের রাজ্য-স্তরের অনুষ্ঠানে যোগ দিচ্ছি।’’
/anm-bengali/media/post_attachments/a02e332f-66e.png)
তিনি আরও বলেন, ‘‘দেশজুড়ে কেন্দ্রীয় ও জনজাতি স্তরে এই মহান স্বাধীনতা সংগ্রামীর সম্মানে নানা কর্মসূচি চলছে। আমাকে আন্ধ্রপ্রদেশেও আমন্ত্রণ জানানো হয়েছে, আগামীকাল সেখানে যাবো।’’
#WATCH | Bhubaneswar: Odisha Chief Minister Mohan Charan Majhi says, "Today marks the 151st birth anniversary of the great tribal leader, God Birsa Munda. In this context, we paid tribute to his idol at our Odisha Legislative Assembly campus... Our Prime Minister declared his… pic.twitter.com/W0SqU8QLWV
— ANI (@ANI) November 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us