BREAKING: পহেলগাঁও হামলার দায় শিকার করলো দ্য রেসিস্টেন্স ফ্রন্ট (TRF) ! দেখুন এই মুহূর্তের সবথেকে বড় খবর

পহেলগাওঁ হামলার দায় শিকার করলো লস্কর-ই-তইবার ছদ্ম সংগঠন।

author-image
Debjit Biswas
New Update
LASHKAR

নিজস্ব সংবাদদাতা : আজ একটি অতর্কিত জঙ্গি হানায় ফের একবার রক্তাক্ত হয়ে ওঠে ভূস্বর্গ কাশ্মীর। এই ঘটনাটি ঘটেছে কাশ্মীরের পহেলগাঁও-এ। আজ হঠাৎ করেই পহেলগাঁও-এর বৈসারণ ভ্যালিতে উপস্থিত পর্যটকদের ওপর হামলা চালিয়ে দেয় একদল স্বশস্ত্র জঙ্গি। আর এই ঘটনার ঠিক কিছুক্ষন পরেই এই সন্ত্রাসবাদী হামলার দায় শিকার করে দ্য রেসিস্টেন্স ফ্রন্ট (TRF)।

Kashmir terrorists attacks

মূলত লস্কর-ই-তইবার ছদ্ম সংগঠন হিসেবেই পরিচিত এই দ্য রেসিস্টেন্স ফ্রন্ট (TRF)। এই ঘটনায় প্রকৃত নিহত বা প্রকৃত আহতের সংখ্যা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে।