মর্মান্তিক দুর্ঘটনা সিকিমে!

সিকিমের রাস্তায় গভীর রাতে আচমকা বিকট শব্দ শুনে ছুটে এলেন স্থানীয়রা, সামনে যা দেখলেন তা রীতিমতো ভয়ঙ্কর!

author-image
Jaita Chowdhury
New Update
Accident

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: অন্ধকারে ঘনিয়ে এল বিপদ! রাতের স্তব্ধতায় আচমকা বিকট শব্দ… তারপর মুহূর্তের মধ্যে বদলে গেল সবকিছু। প্রত্যক্ষদর্শীরা ছুটে এলেন ঘটনাস্থলে, কিন্তু যা দেখলেন, তা ভুলতে পারবেন না কখনও! রাস্তার পাশে উলটে পড়ে রয়েছে একটি পণ্যবাহী ট্রাক (Severe Accident)। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসস্তূপ, রক্তের দাগ স্পষ্ট। স্থানীয় বাসিন্দারা প্রথমেই ছুটলেন আহতদের দিকে, কিন্তু তখনও তাঁরা জানতেন না আসল পরিস্থিতি কতটা ভয়াবহ!  

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনার ধাক্কায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দু’জন (Sikkim Road Mishap)। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়। কিন্তু দুর্ভাগ্য! পথেই একজনের নিথর দেহ নিস্তব্ধ হয়ে যায়। আরেকজনের নিথর দেহ হাসপাতালে পৌঁছানোর আগেই নিথর হয়ে পড়ে। এদিকে, ট্রাকচালক গুরুতর আহত অবস্থায় প্রাণপণে লড়াই করছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থাও আশঙ্কাজনক।  

Accident

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায় (Shocking Crash)। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল? গতি বেশি ছিল, নাকি যান্ত্রিক ত্রুটি? নাকি অন্য কোনো অজানা কারণ? সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির ব্রেক ফেল করেছিল কিনা, চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কিনা—সব দিক থেকেই তদন্ত চলছে। তবে এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল পাহাড়ি রাস্তায় চলাচলের ঝুঁকি কতটা ভয়ংকর হতে পারে।  

প্রসঙ্গত, সিকিমের রাস্তায় দুর্ঘটনা নতুন নয়। গত ডিসেম্বরে উত্তর সিকিমের জুলুকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন কয়েকজন বাঙালি পর্যটক (Tourist Tragedy)। গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু হয়েছিল পিয়ালী শাসমল  এবং তাঁর আড়াই বছরের শিশু শ্রীনিকার। গুরুতর আহত হয়েছিলেন তাঁর স্বামী শোভন শাসমল। তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো ফুট নিচে পড়ে যায়, মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় একটি সুখী পরিবার। সেই দুঃসহ স্মৃতি ভুলতে না ভুলতেই ফের সিকিমের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা।  

এবারের দুর্ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা জানার জন্য মুখিয়ে আছেন স্থানীয়রা (Road Safety Alert)। বারবার এমন মর্মান্তিক ঘটনা ঘটছে কেন? নিরাপত্তা ব্যবস্থা কি যথেষ্ট? পাহাড়ি পথে যাত্রী ও চালকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই দুর্ঘটনা যে আরও একবার শিহরণ ছড়িয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না।