/anm-bengali/media/media_files/2025/04/30/NFJuOWZJLBjReMYqXSTD.jpg)
নিজস্ব সংবাদদাতা : অক্ষয় তৃতীয়ার দিনেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। বিশাখাপত্তনমের শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে চন্দনোৎসব চলাকালীন আচমকা ভেঙে পড়ে মন্দিরের ২০ ফুট লম্বা দেওয়ালের একটি অংশ। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন ভক্ত, আহত হয়েছেন বহু মানুষ।
/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)
সূত্রের খবর, বুধবার সকালে মন্দির চত্বর ভরে উঠেছিল অক্ষয় তৃতীয়ার পুণ্যলাভে আসা ভক্তদের ভিড়ে। চন্দনোৎসব ঘিরে ছিল উৎসবের আমেজ। সেই সময়েই হঠাৎ মন্দিরের একটি অংশ ভেঙে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও চলছে উদ্ধার অভিযান।
ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ ও এসডিআরএফ-এর বিশেষ দল। অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মন্ত্রী বাংলাপুড়ি অনিতা। তিনি জানান, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সরকার দ্রুত উদ্ধারকাজ শেষ করতে বদ্ধপরিকর।”এই ঘটনায় গোটা রাজ্যে নেমে এসেছে শোকের ছায়া। মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। তদন্তের নির্দেশ দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us