/anm-bengali/media/media_files/2025/01/02/cfggjk.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ ভোপাল গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর, বিলুপ্ত হওয়া ইউনিয়ন কার্বাইড কারখানার সাইট থেকে প্রায় ৩৩৭ টন বিপজ্জনক বর্জ্য স্থানান্তর হল বুধবার রাতে। যা নিয়ে নতুন করে চর্চার মধ্যে চলে এসেছে ভোপাল গ্যাস দুর্ঘটনা।
গতকাল রাতে বিষাক্ত বর্জ্য সহ বারোটি কন্টেইনার ট্রাক ভোপাল থেকে ২৫০ কিলোমিটার দূরে ধর জেলার পিথমপুর শিল্প এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয়। সেখানেই সেই বর্জ্য নষ্ট করার কাজ চলছে।
/anm-bengali/media/media_files/2025/01/02/ggqjnnlaaaam0ig.jpg)
ভোপাল গ্যাস ট্র্যাজেডি সাইট থেকে ৪০ বছরের পুরনো বিষাক্ত বর্জ্য অপসারণ প্রসঙ্গে এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “ইউনিয়ন কার্বাইডের প্রায় ৩৫৮ মেট্রিক টন বিপজ্জনক বর্জ্য ভোপাল থেকে সরানো হয়েছে। গত ৪০ বছর ধরে, ভোপালের মানুষ এই বর্জ্য নিয়ে জীবনযাপন করত। ভারত সরকারের অনেক সংস্থাই এর নিষ্পত্তির সাথে জড়িত ছিল। এই বিষাক্ত বর্জ্যের নিষ্পত্তির কারণে পরিবেশের কোনো প্রভাব পড়েনি”।
#WATCH | On the removal of 40-year-old toxic waste from the Bhopal gas tragedy site, Madhya Pradesh CM Mohan Yadav says, "...Around 358 metric tons of hazardous waste from Union Carbide has been removed from Bhopal. For the last 40 years, the people of Bhopal were living with… pic.twitter.com/0rErFXivfS
— ANI (@ANI) January 2, 2025
/anm-bengali/media/media_files/oLqkk0eovJnleMBLLbi8.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us