৩ রাজ্যে বিজেপির জয়, মোদীকে মহান নেতা বললেন টরি সাংসদ

চলতি বছরে ৫ রাজ্যের মধ্যে তিন রাজ্যে জয়জয়কার হয়েছে বিজেপির।

author-image
SWETA MITRA
New Update
modi tori.jpg



  অভিজিৎ নন্দী মজুমদার

বিধানসভা ভোটে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থান…এই তিনটি রাজ্যে বিজেপির জয় হয়েছে। এদিকে বিজেপির সাম্প্রতিক এহেন জয়ের পর ইংল্যান্ডের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি প্রতিক্রিয়া জানালো। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও টরি পার্টির সিনিয়র নেতা লর্ড রামিন্দর রেঞ্জার (Raminder Ranger) একে 'জনগণের শক্তির বিজয়' বলে অভিহিত করেছেন।

modisss.jpg

 হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য রামিন্দর রেঞ্জার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)উন্নত অর্থনৈতিক পরিস্থিতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে বিশ্ব দরবারে ভারতকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। রেঞ্জার আরও বলেন, ‘ঋষি সুনাক ও মোদীর নেতৃত্বে ভারত ও যুক্তরাজ্যের সম্পর্ককে নতুন উচ্চ স্তরে জোরদার করার জন্য উন্মুখ হয়ে রয়েছে।‘ লন্ডন থেকে ফোনে এএনএম নিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় লর্ড রেঞ্জার বলেন, বাণিজ্য চুক্তি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি ভারত-যুক্তরাজ্য সম্পর্ককে আরও জোরদার করবে।