চিল্কা ভ্রমণে দেখা মিললো টর্নেডোর, দেখুন সেই ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই টর্নেডোর ভিডিও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
chilika4

File Picture

নিজস্ব সংবাদদাতা: ওড়িশার চিল্কা হ্রদে ডলফিন দেখতে গিয়ে রীতিমতো রোমাঞ্চ ও আতঙ্কের মুখে পড়লেন শতাধিক পর্যটক। ডলফিন নয়, হঠাৎ চোখে পড়ল হ্রদের জলে পাক খাওয়া এক ঘূর্ণি। মুহূর্তের মধ্যেই সেটি আকার নিতে থাকে। তারপর দেখা গেল — জলের বুক ফুঁড়ে উঠে আসছে এক টর্নেডো!

সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই টর্নেডোর ভিডিও। চিল্কা হ্রদের মতো শান্ত ও মনোরম জায়গায় এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। পর্যটকদের অনেকে বলেন, প্রথমে তাঁরা বুঝতেই পারেননি কী হচ্ছে। হ্রদের দক্ষিণ-পশ্চিম কোণে ঘূর্ণি পাকিয়ে বাতাস জলের উপর থেকে উপরে উঠছে দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বোটে থাকা পর্যটকরা দ্রুত পাড়ের দিকে ফিরে আসতে বলেন নৌকাচালকদের।

চিল্কা হ্রদের কালিজাই দেবীর মন্দিরের দিক থেকেই নাকি প্রথম দেখা যায় ওই টর্নেডোটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, তখন প্রায় একশোরও বেশি পর্যটক হ্রদের বিভিন্ন বোটে ভ্রমণ করছিলেন। ঘূর্ণির গতি বাড়তে দেখে অনেকেই মনে করেন হয়তো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। তবে কয়েক মিনিট পরেই টর্নেডোটি মিলিয়ে যায়, এবং বড় কোনও বিপর্যয় ঘটে না।

G2__eZzbwAAXZ84

আবহাওয়াবিদদের মতে, হঠাৎ করে উষ্ণ ও আর্দ্র বাতাসের সঙ্গে ঠান্ডা বাতাস মিশে গেলে টর্নেডো সৃষ্টি হয়। এই ঘূর্ণির আকার অনেকটা হাতির শুঁড়ের মতো হয়, তাই স্থানীয়রা একে ‘হাতিসুন্ধ’ বলে ডাকেন।

ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় বা সাইক্লোন প্রায়ই দেখা গেলেও, টর্নেডো অত্যন্ত বিরল ঘটনা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বিদায়ের সময়ে বাতাসের চাপের হঠাৎ পরিবর্তনের ফলেই এই ঘটনা ঘটতে পারে।

ভয় ও বিস্ময়ে মিশে থাকা সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র। অনেকে লিখেছেন, “জীবনে প্রথমবার চিল্কায় ডলফিন দেখতে গিয়ে টর্নেডো দেখব ভাবিনি!” সব মিলিয়ে, শান্ত চিল্কা হ্রদে প্রকৃতির বিরল খেলা এখন রাজ্যের আলোচনার কেন্দ্রবিন্দু।