New Update
/anm-bengali/media/media_files/2LIskzzoXdtMRn02fNUm.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: গত জুলাই মাসে টমেটোর দাম প্রতি কেজিতে ১০০ টাকা ছাড়িয়ে যায়। আর এখন অবিশ্বাস্যভাবে সেই দাম নেমে এসেছে ২ টাকা প্রতি কেজিতে। হ্যাঁ, সাধারণ মানুষের প্রবল স্বস্তি। কিন্তু টমেটো চাষীদের মাথায় হাত পড়েছে। জুলাই মাসে যে টমেটোর দাম ছিল কুইন্টাল প্রতি প্রায় ৮ হাজার টাকা বর্তমানে তার দাম হয়েছে কুইন্টাল প্রতি প্রায় ২০০-৩০০ টাকা। ১২ সেপ্টেম্বর পুনেতে টমেটো বিক্রি হয়েছে ২০০ টাকা প্রতি কুইন্টাল বা ২ টাকা প্রতি কেজিতে।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us