/anm-bengali/media/media_files/2025/03/17/pMVlH213IG1wCaOSzzQZ.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন-এর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, "সন্ত্রাসবাদের বিষয়ে আমরা একসাথে লড়াই করবো। ২০১৯ সালের ১৫ই মার্চ ক্রাইস্টচার্চ হামলা হোক, বা ২৬/১১-এর মুম্বাই হামলা হোক, কোনও অবস্থাতেই সন্ত্রাস গ্রহণযোগ্য নয়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।"
/anm-bengali/media/media_files/2025/03/11/nkx3iCPydj1rRcCJpjHG.jpg)
এছাড়াও তিনি বলেন, "আমরা সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থী কার্যকলাপের বিরুদ্ধে একসঙ্গে কাজ করবো। নিউজিল্যান্ডের মাটিতে কিছু ভারত বিরোধী কার্যকলাপ নিয়ে, আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি এবং আমি নিশ্চিত যে, নিউজিল্যান্ড সরকার এসব অবৈধ কার্যকলাপ বন্ধে আমাদের সহযোগিতা করবে।"
#WATCH | Delhi: During the joint press statement with New Zealand PM Christopher Luxon, PM Modi says, "We have the same opinion on terrorism. Whether it is the terror attack on Christ Church on March 15, 2019, or Mumbai 26/11, terrorism is unacceptable in every manner. Strict… pic.twitter.com/ZhyYotf4ur
— ANI (@ANI) March 17, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us