/anm-bengali/media/media_files/HQyPKZ1P1IKKbn309zqk.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ২০ ঘণ্টা পর এনডিআরএফ, এসডিআরএফ এবং বিভিন্ন স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার অর্থাৎ আজ কর্ণাটকের ইন্দি তালুকের লঞ্চায়ন গ্রামে সফলভাবে দুই বছরের একটি শিশুকে উদ্ধার করে। বাড়ির কাছে খেলতে গিয়ে বোরওয়েলে পড়ে যায় সাথিক এম নামে ওই শিশুটি। শিশুটিকে উদ্ধারের পরপরই চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন এবং তাকে চেকআপের জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।
/anm-bengali/media/media_files/Hb6jvWI1KnAQac4h52jU.jpg)
জানা গিয়েছে, ২০ ঘণ্টার উদ্ধার অভিযানের পর এনডিআরএফ ও এসডিআরএফ দল বিজয়পুরা জেলার ইন্দি তালুকের লঞ্চায়ন গ্রামে খোলা বোরওয়েলে পড়ে যাওয়া দেড় বছর বয়সী এক শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
#WATCH | Karnataka: After 20 hours of rescue operation, NDRF and SDRF teams have succeeded in rescuing a 1.5-year-old child who fell into an open borewell in the Lachyan village of Indi taluk of the Vijayapura district.
— ANI (@ANI) April 4, 2024
(Source: SDRF) https://t.co/0zWcT99XI5pic.twitter.com/pZ8IJP8i8s
পুলিশ সূত্রে খবর, ধারণা করা হচ্ছে, শিশুটি কুয়োয় পড়ে গিয়েছিল। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন আশেপাশের এক পথচারী শিশুটির কান্না শুনে তৎক্ষণাৎ পরিবারকে সতর্ক করে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us