আজ ইডির নজরে লালু পুত্র, তালিকা আরও দীর্ঘ

দুর্নীতি মামলায় আজ লালু পুত্রকে তলব করেছে ইডি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
lalutejaswi

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারের রাজনীতিতে পট পরিবর্তন হওয়ার সাথে সাথেই ইডির দাপট ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে রাজ্যে। নজরে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। গতকালই জমির জন্য চাকরি দুর্নীতি মামলায় ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন লালু প্রসাদ যাদব। দীর্ঘক্ষণ জেরা করা হয় তাঁকে। আর আজ সেই তালিকায় রয়েছেন লালু পুত্র তেজস্বী যাদব।

জমির জন্য চাকরি দুর্নীতি মামলায় আজ তাঁকে তলব করেছে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করবে ইডির আধিকারিকরা।

এদিকে জমির জন্য চাকরি দুর্নীতি মামলায় যুক্ত রয়েছে রাবড়ি দেবীর নামও। ইডি সম্প্রতি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “পুলিশ হেফাজতে থাকা আরেক অভিযুক্ত হৃদয়ানন্দ চৌধুরী হলেন রাবড়ি দেবীর গৌশালার প্রাক্তন কর্মচারী যিনি সম্পত্তি অর্জন করেছিলেন। একজন প্রার্থীর কাছ থেকে এবং পরে তা হেমা যাদবের কাছে স্থানান্তরিত হয়"।

স্ব

স

স