আজ আমি শূন্য হয়ে গেলাম- নিজের সবচেয়ে কাছের মানুষকে চিরতরে হারালেন মুখ্যমন্ত্রী

নিজের সবচেয়ে কাছের মানুষকে চিরতরে হারালেন মুখ্যমন্ত্রী।

author-image
Aniket
New Update
hemant soren 22222

File Picture

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ লড়াই শেষ করে চলে গেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন।

PTI08_02_2025_000119B

নিজের পিতা হারানোর খবর নিশ্চিত করে এবার গভীর শোক প্রকাশ করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি বিষাদ ভরা এক ট্যুইট করে লিখেছেন, "আজ আমি শূন্য হয়ে গেলাম"।