আসন ভাগই আজকের বৈঠকের লক্ষ্য!

ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে রাজধানীতে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
india alliancee.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ চোখ দিল্লির দিকে। কেননা লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে রাজধানীতে। সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সকল বিরোধী দলই।

এদিন জেএমএম সাংসদ মহুয়া মাঝি বলেন, “২০২৪ লোকসভা নির্বাচন খুব কাছাকাছি। আমি নিশ্চিত যে জোট দলগুলি সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে করা ভুলগুলির পুনরাবৃত্তি আর করবে না। এবার জয় নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হবে। এই জোট জয়ের জন্য গঠিত হয়েছে। দলগুলোর প্রার্থীদের জয়ের যোগ্যতা অনুযায়ী আসন ভাগাভাগি করতে হবে, এমনটাই মনে করছি আমি”।

hiren