আজ ভোট গণনা, কার হাতে শাসন বিজেপি নাকি কংগ্রেস? নাকি বাজি অন্য দলের?

লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা হবে আজ। 

author-image
Aniket
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: সদ্য অনুষ্ঠিত হয়েছে পঞ্চম তম লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ নির্বাচন। লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ নির্বাচনের গণনা আজ হবে। শীঘ্রই শুরু হবে গণনা। তার আগে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে পরীক্ষার মুখে রয়েছে বিজেপি। কি আসবে গণনার ফল তা তো এখন সময়ই বলবে। তবে জানা যাচ্ছে এই নির্বাচনে বিজেপির থেকে বেশি আসনে প্রাথী দিয়েছে কংগ্রেস। এছাড়াও বিজেপির সম আসনে প্রার্থী দিয়েছে ন্যাশেনাল কনফারেন্স দল। এছাড়াও কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে আপও। ফলে এখন দেখার কি আসবে গণনার ফলাফল। 

hiring 2.jpeg