অব্যাহত ইন্ডিগোর বিপর্যয় ! দিল্লি ও বেঙ্গালুরুতে আজ ১৬০টি ফ্লাইট বাতিল

ফের বাতিল ফ্লাইট।

author-image
Debjit Biswas
New Update
indigo

নিজস্ব সংবাদদাতা : দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo)-তে চলমান অস্থিরতা আজও অব্যাহত রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার দিল্লি এবং বেঙ্গালুরুর মতো দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর থেকে ইন্ডিগো প্রায় ১৬০টি ফ্লাইট বাতিল করেছে।

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (IGI) এবং বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (KIA) ইন্ডিগো-র এই বিপর্যয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

indigo

বেঙ্গালুরুতে বাতিল: গতকালের (বৃহস্পতিবার) ৫০টিরও বেশি বাতিল হওয়ার পর, আজ বেঙ্গালুরু বিমানবন্দর থেকে আরও বহু ফ্লাইট বাতিল হয়েছে।

দিল্লিতে বাতিল: ঘন কুয়াশা এবং নতুন পাইলট ডিউটি নিয়ম (FDTL)-এর কারণে পাইলট সংকটের জেরে দিল্লি বিমানবন্দর থেকেও বহু যাত্রী দুর্ভোগের শিকার হয়েছেন।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটছে। এর ফলে লক্ষ লক্ষ যাত্রী দেশের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন, এবং অনেকে গুরুত্বপূর্ণ পারিবারিক বা ব্যবসায়িক কাজ হারাচ্ছেন।