সুস্থ থাকতে ভরসা মাস্ক!

দূষণে বাড়ছে কষ্ট। দূষণ মোকাবিলায় মাস্ক পরার পরামর্শ চিকিৎসকের।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
aaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : এয়ার কোয়ালিটি ইনডেক্স এখনও ৩০০-র ওপরে! দূষণে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ছে। বাড়ছে শ্বাসকষ্ট। হাঁপানির রোগীদেরও সমস্যা বাড়ছে। কী করণীয়? এক্ষেত্রে মাস্কই ভরসা বলে জানিয়েছেন LNJP হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ সুরেশ কুমার। তিনি বলেন, ''বেশ কিছু রোগীকে আমাদের OPD এবং ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে৷ সেখানে COPD এবং হাঁপানি রোগীরা আমাদের জরুরি বিভাগে ভর্তি আছেন৷  গতকাল ১৫ জন রোগীকে ভর্তি করা হয়েছে। নিজেদের রক্ষা করার জন্য আমাদের মাস্ক পরতে হবে। যারা শ্বাসকষ্ট বা গলা ব্যথার অভিযোগ করছেন তাদের অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে।"