New Update
/anm-bengali/media/media_files/i2RAQyDEZDenL9ffllfc.jpg)
নিজস্ব সংবাদদাতা : আসন্ন কেরালা বিধানসভা উপনির্বাচনে নীলাম্বুর বিধানসভা থেকে প্রার্থী ঘোষণা করলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC) । এই বিধানসভায় প্রার্থী হিসেবে পি. ভি. আনোয়ারের নাম ঘোষণা করেছে তৃণমূল। এই নির্বাচন আগামী ১৯ জুন, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এই মনোনয়নের মাধ্যমে কেরালায় রাজনৈতিকভাবে জমি শক্ত করার ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস। পি. ভি. আনোয়ার একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আগেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, তাঁকে মনোনয়ন দিয়ে দল আত্মবিশ্বাসী যে নীলাম্বুরে ভালো ফল করবে তৃণমূল।
/anm-bengali/media/media_files/2025/06/01/rRIBN3bkcIDwDY7Exld7.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us