New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র আরতি অরুণ সাঠে বম্বে হাইকোর্টের বিচারপতি পদে এলেন। এই নিয়ে কটাক্ষ করল তৃণমূল। তারা লেখে, মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র আরতি অরুণ সাঠে বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। বিচারপতির আসন এখন আর যোগ্যতার ওপর নয়, বিজেপির প্রতি আনুগত্যের পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে। কোনও সন্দেহ নেই, বিচারব্যবস্থাকে একেবারে প্রহসনে পরিণত করেছে বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকার। দলদাস, পক্ষপাতদুষ্ট নিয়োগের মাধ্যমে গণতন্ত্রের স্তম্ভগুলোকেই ধ্বংস করছে তারা। নয়তো বিচারপতির চেয়ারে বসানো হচ্ছে দলীয় মুখপাত্রদের?
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2025/08/aarti-sathe-944518.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us