‘এই বাজেট ভাঁওতা’, তৃণমূলের সাফ দাবি

'১.৬ লক্ষ কোটি টাকা বকেয়া আছে বাংলার'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
edit Tmc .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় বাজেট ২০২৪-এর জন্যে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব এদিন বলেন, “প্রথমে অনুগ্রহ করে বাংলার তহবিল ছেড়ে দিন। ১.৬ লক্ষ কোটি টাকা বকেয়া আছে বাংলার। বেকারত্ব এমন একটি বিষয় যা সরকার সবসময়ই কার্পেটের নীচে রেখেছে। অর্থমন্ত্রীকে খুব গুরুত্ব সহকারে এই সমস্যাটির সমাধান করা দরকার। খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মূল্যবৃদ্ধি, প্রত্যেক মানুষের এক সাধারণ সমস্যা। কীভাবে একটা বাজেট তৈরি হয়, যখন সরকার জানেই না যে ঠিক কত সংখ্যক মানুষ দেশে বসবাস করে? এই বাজেট একরকম ভাঁওতা, যার কোনও সত্যতা নেই”।

susmitadevq1.jpg

Adddd