১৯ বছরের তরুণীকে অপহরণ! এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে জড়িয়ে দিল TMC

পুলিশ আধিকারিক ঋষিকেশ মীনা জানিয়েছেন, ‘মামলাটি তদন্তের জন্য পুলিশের দুটি টিম গঠন করা হয়েছে। '

author-image
SWETA MITRA
20 Nov 2023
9 tmc bjp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে (Madhyapradesh) ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। যারপরে নতুন করে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা। আজ প্রকাশ্য দিবালোকে একজন তরুণীকে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে তুলে নিয়ে যায়। এদিকে এই ঘটনা নিয়েই এবার সরব হল তৃণমূল (TMC)। আজ তৃণমূলের তরফে এই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়। এরপর তৃণমূলের তরফে লেখা হয়, ‘মধ্যপ্রদেশে বিজেপির নারীদের সুরক্ষা  বিষয়ে চরম অবহেলা করেছে, যা নিন্দনীয়! মধ্যপ্রদেশে প্রকাশ্য দিবালোকে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণের মর্মান্তিক ঘটনা নারী সুরক্ষার ভয়াবহ বাস্তবতাকে আলোকিত করেছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইন-শৃঙ্খলার একটি উদ্বেগজনক অবস্থা উন্মোচন করেছে। শিবরাজ সিং চৌহান মামার রাজকে নৃশংসভাবে ব্যর্থ বলে মনে হচ্ছে!’