/anm-bengali/media/media_files/ZV4BDO6zL7cOi5GNiblC.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মহিলা সংরক্ষণ বিল নিয়ে উত্তাল গোটা ভারত। এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দাবি করলেন যে দেশবাসীকে আবার একবার বোকা বানাচ্ছে বিজেপি। ২০২৩ সালের মহিলা সংরক্ষণ বিল দাবি করছে যে সংরক্ষণ তখনই সম্ভব যখন এর সীমাবদ্ধতাগুলিকে নজরে আনা সম্ভব। সীমাবদ্ধতাগুলি তখনই নজরে আসবে যখন আগামী আদমশুমারির পরিসংখ্যান প্রকাশ করা হবে, এমনই বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এরপরে তিনি এও বলেন যে এখন পর্যন্ত জানা নেই কবে আগামী আদমশুমারি করা হবে। ২০২৬ সালের পর আদমশুমারি প্রকাশিত হতে প্রথম মহিলা সংরক্ষণ বিলের সীমাবদ্ধতাগুলি নিয়ে চর্চা করা হবে। এই সমস্ত তথ্যগুলি মাথায় রেখে ২০২৪- এর কথা ভুলে যান, ২০২৯ সালের আগে মহিলা সংরক্ষণ বিলকে কার্যকার করা সম্ভব নয়, বলছেন তৃণমূল সাংসদ।
"@BJP4India is once again fooling the people of the country. The Women's Reservation Bill 2023 states that reservation shall come into effect only after the delimitation has been undertaken, which is only after the relevant figures of the next census have been published."
— All India Trinamool Congress (@AITCofficial) September 20, 2023
- Smt.… pic.twitter.com/xVoAgBKMI3
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us