মহিলা সংরক্ষণ বিল ২০২৯ এও পাশ হবে না! ফ্যাক্ট তুলে ধরল TMC

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে একের পর এক ক্রমাগত আক্রমণ করে চলেছে তৃণমূল, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার আবার এক তৃণমূল সাংসদ বিজেপির পরিকল্পনার এমন এক ত্রুটি ধরে ফেললেন যেটাকে হাতিয়ার করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

author-image
Anusmita Bhattacharya
New Update
womenbil

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মহিলা সংরক্ষণ বিল নিয়ে উত্তাল গোটা ভারত। এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দাবি করলেন যে দেশবাসীকে আবার একবার বোকা বানাচ্ছে বিজেপি। ২০২৩ সালের মহিলা সংরক্ষণ বিল দাবি করছে যে সংরক্ষণ তখনই সম্ভব যখন এর সীমাবদ্ধতাগুলিকে নজরে আনা সম্ভব। সীমাবদ্ধতাগুলি তখনই নজরে আসবে যখন আগামী আদমশুমারির পরিসংখ্যান প্রকাশ করা হবে, এমনই বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এরপরে তিনি এও বলেন যে এখন পর্যন্ত জানা নেই কবে আগামী আদমশুমারি করা হবে। ২০২৬ সালের পর আদমশুমারি প্রকাশিত হতে প্রথম মহিলা সংরক্ষণ বিলের সীমাবদ্ধতাগুলি নিয়ে চর্চা করা হবে। এই সমস্ত তথ্যগুলি মাথায় রেখে ২০২৪- এর কথা ভুলে যান, ২০২৯ সালের আগে মহিলা সংরক্ষণ বিলকে কার্যকার করা সম্ভব নয়, বলছেন তৃণমূল সাংসদ।