ভারতকে মাফিয়া প্রজাতন্ত্রে পরিণত করেছে বিজেপি, তীব্র আক্রমণ তৃণমূলের

প্রয়াগরাজে পুলিশি হেফাজতে থাকাকালীন আতিক আহমেদ (Atiq Ahmed) ও তার ভাই আশরাফকে গুলি করে খুন করে আততায়ীরা। এই ঘটনাকে ঘিরে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

author-image
SWETA MITRA
New Update
tmc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ  প্রয়াগরাজে পুলিশি হেফাজতে থাকাকালীন আতিক আহমেদ (Atiq Ahmed) ও তার ভাই আশরাফকে গুলি করে খুন করে আততায়ীরা। এই ঘটনাকে ঘিরে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এবার এই ইস্যুতে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তিনি আজ রবিবার এক টুইট বার্তায় লেখেন, 'বিজেপি ভারতকে মাফিয়া প্রজাতন্ত্রে পরিণত করেছে। আমি এটা এখানে বলব, বিদেশে বলব, আমি সব জায়গায় বলব কারণ এটি সত্য। পুলিশ ও সাংবাদিকদের সামনে দুই জনকে গুলি করে হত্যা করা হয়েছে, এটা আইনের শাসনের মৃত্যু।'