হাসিমুখে সংসদে মহুয়া, বললেন, 'আমি লড়ব'

আজ লোকসভায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হবে।

author-image
SWETA MITRA
New Update
mahuaaaaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার অবশেষেসংসদেপৌঁছলেনতৃণমূলসাংসদমহুয়ামৈত্র (Mahua Moitra)।তাঁরবিষয়েএথিক্সপ্যানেলেররিপোর্টআজলোকসভায়পেশকরাহবে।এদিকেতিনিবলেন, 'আমিলড়াইকরব।মা দুর্গা এসে গেছে, এবার দেখা যাবে। যখন নাশ মানুষের মধ্যে চলে আসে তখন তাঁর প্রথম বিবেক মরে যায়। তাঁরা প্রথমে বস্ত্রহরণ দিয়ে শুরু করেছিল কিন্তু এবার আপনারা মহাভারতের রণনীতি দেখবেন।‘