পাশে নেই দল, ২ নভেম্বর হাজিরা দেবেন হেভিওয়েট মহুয়া?

'ক্যাশ ফর কোয়েরি' কেলেঙ্কারি নিয়ে বিতর্কের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বড় কথা বললেন।

author-image
SWETA MITRA
New Update
mahua ethics.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার সাত সকালে ফের শিরোনামে উঠে এলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘যেহেতু এথিক্স কমিটি আমার সমনটি গণমাধ্যমে প্রকাশ করা উপযুক্ত বলে মনে করেছে, তাই আমি মনে করি আগামীকাল আমার "শুনানির" আগে আমি ও কমিটির কাছে আমার চিঠি প্রকাশ করা গুরুত্বপূর্ণ।‘ তৃণমূলের এই হেভিওয়েট সাংসদ কেন্দ্রের বিরুদ্ধে বারবার সুর চরিয়ে আসছেন। তিনি বলছেন, 'আমার মুখ বন্ধ করতে চায়।' এহেন অবস্থায় একটা প্রশ্ন বারবার উঠে আসছে, আগামীকাল ২ নভেম্বর এথিক্স কমিটির কাছে কি সাংসদ হাজিরা দেবেন?