'মন কি বাত'-এর মাঝেই বিজেপির অস্বস্তি বাড়াল তৃণমূল

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও শো 'মন কি বাত'-এর আলোচিত ১০০ তম পর্ব শুরু হতে আর একটু সময়ই বাকি। এরই মাঝে রবিবার তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র প্রধানমন্ত্রীর কাছে তার দুটি প্রশ্নের উত্তর চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

author-image
SWETA MITRA
New Update
modi mahua.jpg

নিজস্ব সংবাদদাতাঃ 'মন কি বাত'-এর ১০০ তম পর্ব নিয়ে উচ্ছ্বসিত খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ রবিবার টুইট করে মন কি বাত অনুষ্ঠানকে একটি বিশেষ যাত্রা বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও এই নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিল তৃণমূল। এদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) নতুন করে আদানি ইস্যুকে টেনে আনেন। এর পাশাপাশি দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তীগিরদের প্রসঙ্গ টেনে দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন সাংসদ। তিনি টুইট বার্তায় লেখেন, 'প্রিয় মাননীয় মোদীজি আজ 'মন কি বাত'-এর ১০০তম পর্ব, যা জাতিসংঘের সদর দফতরেও সরাসরি সম্প্রচারিত হবে। দয়া করে আমাদের বলুন...  

১. কেন ভারতের অ্যাথলিট মেয়েদের শক্তিশালী বিজেপির লোকেদের হাত থেকে রক্ষা করা যায় না। 

২. কেন সেবি সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যে আদানি তদন্ত শেষ করতে পারে না। 

ধন্যবাদ।'