নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার নাম না করে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’-কে পিএফআই এবং মুজাহিদিনের সঙ্গে তুলনা করেছেন। এদিকে এই নিয়ে দেশজুড়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। এদিকে এই নিয়ে এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘যথেষ্ট হয়েছে প্রধানমন্ত্রীসাহেব, এবার থামুন।I.N.D.I.A-কেনিষিদ্ধসন্ত্রাসবাদীসংগঠনেরসঙ্গেতুলনাকরলেতাআপনারপদবামর্যাদারসঙ্গেসঙ্গতিপূর্ণনয়।পার্লামেন্টেরঅধিবেশনচলছে। কেনআপনিপ্রকৃতপক্ষে‘ইন্ডিয়া’রমুখোমুখিহচ্ছেননা।‘
'I.N.D.I.A'-কে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা মোদীর! গর্জে উঠলেন মহুয়া
মণিপুর ইস্যুতে লাগাতার চার দিন ধরে উত্তাল হয়ে উঠছে সংসদের দুই কক্ষ, লোকসভা ও রাজ্যসভা। বিরোধীদের একটাই দাবি, জবাব দিতে হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
নিজস্ব সংবাদদাতাঃ আজ মঙ্গলবার নাম না করে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’-কে পিএফআই এবং মুজাহিদিনের সঙ্গে তুলনা করেছেন। এদিকে এই নিয়ে দেশজুড়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। এদিকে এই নিয়ে এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘যথেষ্ট হয়েছে প্রধানমন্ত্রীসাহেব, এবার থামুন।I.N.D.I.A-কেনিষিদ্ধসন্ত্রাসবাদীসংগঠনেরসঙ্গেতুলনাকরলেতাআপনারপদবামর্যাদারসঙ্গেসঙ্গতিপূর্ণনয়।পার্লামেন্টেরঅধিবেশনচলছে। কেনআপনিপ্রকৃতপক্ষে‘ইন্ডিয়া’রমুখোমুখিহচ্ছেননা।‘