ভোটের মুখে স্বামীজির স্মরণে অভিষেক

স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকী প্রতি বছর ৪ জুলাই পালিত হয়। স্বামী বিবেকানন্দ ভারতের অন্যতম আধ্যাত্মিক গুরু ছিলেন। এই বিশেষ দিনে টুইট করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
SWETA MITRA
New Update
abhishek banerjee.jpg

নিজস্ব সংবাদদাতাঃ হাতেগোনা আর মাত্র ৪ দিন বাকি, তারপরেই পশ্চিমবঙ্গজুড়ে শুরু হবে পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। এদিকে পঞ্চায়েত ভোটের ঠিক প্রাক্কালে স্বামী বিবেকানন্দকে স্মরণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ মঙ্গলবার তিনি টুইট বার্তায় লেখেন, ‘স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে তাঁর শিক্ষাকে স্মরণ করছি। স্বামীজীর কালজয়ী প্রজ্ঞা সকল প্রজন্মকে আত্ম-উপলব্ধি এবং সামাজিক উন্নতির দিকে অনুপ্রাণিত এবং গাইড করে চলেছে। আমরা একটি উজ্জ্বল এবং আরও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য আসুন সকলের মিলে তাঁর নীতিগুলি অনুসরণ করার চেষ্টা করি।‘