/anm-bengali/media/media_files/2025/11/10/supreme-court-4-2025-11-10-16-46-45.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজ্যে পুরোদমে শুরু হয়েছে এসআইআর (Special Summary Revision)-এর কাজ। ভোটার তালিকা পরিমার্জনে বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছে গিয়েছে ফর্ম। কিন্তু এই প্রক্রিয়া কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে। এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলে তৃণমূল সাংসদ মালা রায় ও দোলা সেন শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন। মঙ্গলবারই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে তৃণমূল পরিষ্কার জানিয়েছে, তারা এসআইআর-এর বিরোধী নয়, বিরোধিতা হচ্ছে এসআইআর পরিচালনার ধরন নিয়ে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/31/sir-2025-07-31-20-49-11.jpg)
তৃণমূলের অভিযোগ, প্রয়োজনীয় পরিকাঠামো ছাড়াই তাড়াহুড়ো করে এসআইআর শুরু করা হয়েছে। এতে ভুলের সম্ভাবনা অত্যন্ত বেশি। বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসআইআর-কে কেন্দ্র করে রাজ্যে আতঙ্কে মৃত্যুর ঘটনাও ঘটেছে, বলছে তৃণমূল।
বিশ্লেষকদের মতে, ভোটের আগেই রাজ্যে ভোটার তালিকা সংশোধন কেন্দ্র করে উত্তাপ বাড়ছে। সুপ্রিম কোর্টের রায়ই এখন নির্ধারণ করবে রাজনৈতিক গতিপথ কতদূর এগোয়। আগামীকাল আদালতে এই মামলার শুনানি রাজনৈতিক মহলে তীব্র গুরুত্ব বহন করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us