মহুয়াকে সমর্থন! একজোট হল বিরোধী দলগুলি, চাপে কেন্দ্র?

মহুয়া মৈত্রকে নিয়ে প্রকাশ্যে এল বড় খবর।

author-image
SWETA MITRA
New Update
MAHUAAA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আশঙ্কাই যেন সকলের সত্যি হল। এবার সর্বদল বৈঠকেও উঠল মহুয়া মৈত্র (Mahua Moitra) প্রসঙ্গ। শুধু তাই নয়, এবার প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলায় তৃণমূল সাংসদ মহুয়ার পাশে কার্যত বহু বিরোধী দল একত্রিত হল। সূত্রের খবর, আজকের সর্বদলীয় বৈঠকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বড় মন্তব্য করেন। তিনি বলেন, ‘সংসদে পেশের আগেই কীভাবে এল এথিক্স কমিটির রিপোর্ট? শোনা যাচ্ছে আমাদের সাংসদকে বহিষ্কার করা হবে। কিন্তু বহিষ্কারের আগে সংসদে আলোচনা চাই। তারপরই হাউজ এই সিদ্ধান্ত নিতে পারে।‘ এবার একসঙ্গে ক্যাশ ফর কোয়েরি মামলায় বিরোধী দলগুলো সংসদে বিতর্কের দাবি জানিয়েছে।