/anm-bengali/media/media_files/YyrkygSNwBMuau67uIi7.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এবার এক বিজেপি সাংসদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, জয়গনেশ দীক্ষিত নামক মধ্যপ্রদেশের এক বিজেপি সাংসদ ৫৭ বছরের এক বৃদ্ধ আদিবাসীকে চটি দিয়ে বেধড়ক নিপীড়ন করেছেন। অত্যাচারের ফলে আক্রান্ত ওই বৃদ্ধ গুরুতরভাবে আহত হয়েছে এবং এখন তার চিকিৎসা চলছে। এর পরেই তৃণমূল প্রশ্ন ছুড়ে দেয় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দিকে যে তিনি কি বিজেপি কর্মীদের লাইসেন্স দিয়েছেন আদিবাসীদের উপর অত্যাচার চালাতে?
এখানেই শেষ নয়, এর পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দাবি করে যে মধ্যপ্রদেশে আদিবাসীদের ওপর বিজেপি কর্মীদের প্রস্রাব অপরাধের সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গিয়ে এখন মনে হচ্ছে মধ্যপ্রদেশ ভয়ানক নতুন নিয়ম তৈরি করছে।
Jaiganesh Dixit, a @BJP4MP leader, brutally assaulted a 57-year-old tribal man with slippers in Madhya Pradesh. The victim was severely injured & is currently undergoing treatment.
— All India Trinamool Congress (@AITCofficial) September 20, 2023
CM @ChouhanShivraj, have you given license to BJP workers to commit atrocities on tribals?
From…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us