/anm-bengali/media/media_files/3fgqAG6z4x0d8QGL5lQl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হিন্দুত্ববাদী চিন্তাবিদ ভি ডি সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। মঙ্গলবার ডেরেক ও'ব্রায়েন জানিয়েছেন, "সংসদ শুধু একটি নতুন ভবন নয়, এটি পুরানো ঐতিহ্য, মূল্যবোধ, নজির এবং নিয়মের সঙ্গে একটি স্থাপনা। এটি ভারতীয় গণতন্ত্রের ভিত্তি। প্রধানমন্ত্রী মোদী তা বুঝতে পারছেন না। উনি শুধু নিজেকেই প্রাধান্য দিচ্ছেন।" এবার এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
#WATCH | I got to know that our Rajya Sabha MP Derek O'Brien has tweeted that TMC has decided to boycott the inauguration of the new Parliament building. The reason is that we think, the President should do the inauguration of the Parliament, and not the Prime Minister. This is… pic.twitter.com/7UeHQuxZPu
— ANI (@ANI) May 23, 2023
সৌগত রায় বলেন, "আমি জানতে পেরেছি যে আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইট করেছেন যে টিএমসি নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এর কারণ হচ্ছে, আমরা মনে করি, রাষ্ট্রপতির উচিত সংসদের উদ্বোধন করা, প্রধানমন্ত্রীর নয়। এটা সংবিধানের পরিপন্থী।"