দিল্লির বুকে এক হয়ে গেল তৃণমূল-আপ, লড়াই হবে একসাথেই

তৃণমূলের পাশে এসে দাঁড়িয়েছে আপের মন্ত্রী সৌরভ ভরাদ্বাজ।

New Update
Arvind Kejriwal

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে ফের সক্রিয় ইন্ডিয়া জোটের দাপট। কেননা তৃণমূলের অবস্থান বিক্ষোভে এবার তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে আপের মন্ত্রী সৌরভ ভরাদ্বাজ। এদিন তিনি তৃণমূলের বিক্ষোভ কর্মসূচীতে যোগ দিয়ে বলেন, "তৃণমূলের দাবি হল যে চারটি সংস্থা- ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এবং এনআইএ- তারা যে 'তান্ডব' চালাচ্ছে, সেখানে তাদের শীর্ষ স্থানীয়দের বদলানো উচিত। চন্ডীগড় বিধানসভায় বিজেপি যে বিক্ষোভ করেছে, এর অনুমতি কে দিয়েছে? তাদের তারপরও গ্রেপ্তার করা হয়নি। বীরেন্দ্র সচদেবার বিরুদ্ধে কেন কোনও মামলা হয়নি?”

তার সেই মন্তব্যের ভিডিওই এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ‘আমরা এক হয়ে লড়ব বিজেপির জমিদারদের বিরুদ্ধে!’ এদিন এমনটাই দাবি করেছে তৃণমূল।

 

derk

,ক

Add 1