নিজস্ব সংবাদদাতা : এবার তামিলনাড়ুর রাজ্যপালকে সনাতন ধর্ম নিয়ে এক বড় বার্তা দিলেন ডিএমকে (DMK) নেতা টি.কে.এস. ইলঙ্গোভন। তিনি বলেন,''থিরুভাল্লুভার বলেছিলেন, সব মানুষ সমান। আর এই ভাবনা সনাতন ধর্মের বিপরীত, যা মনুধর্মকে রক্ষা করে। আমরা আধ্যাত্মিকতার বিরুদ্ধে নই, তবে জাতপাতের ভিত্তিতে ভেদাভেদ চলবে না। যদি রাজ্যপাল থিরুভাল্লুভারকে আধ্যাত্মিক বলে মনে করেন, তাহলে তিনি আদেশ জারি করুন যে যেকোনও জাতের যেকোনও মানুষই যেন মন্দিরে পুজো করার অধিকার লাভ করতে পারে।''
/anm-bengali/media/media_files/wceL4HdUUCJ0YhC9C0mu.webp)
BREAKING: জাতপাতের ভিত্তিতে ভেদাভেদ চলবে না ! তামিলনাড়ুর রাজ্যপালকে কেন এই কথা বললেন ডিএমকে (DMK) নেতা ?
দেখুন বড় খবর।
নিজস্ব সংবাদদাতা : এবার তামিলনাড়ুর রাজ্যপালকে সনাতন ধর্ম নিয়ে এক বড় বার্তা দিলেন ডিএমকে (DMK) নেতা টি.কে.এস. ইলঙ্গোভন। তিনি বলেন,''থিরুভাল্লুভার বলেছিলেন, সব মানুষ সমান। আর এই ভাবনা সনাতন ধর্মের বিপরীত, যা মনুধর্মকে রক্ষা করে। আমরা আধ্যাত্মিকতার বিরুদ্ধে নই, তবে জাতপাতের ভিত্তিতে ভেদাভেদ চলবে না। যদি রাজ্যপাল থিরুভাল্লুভারকে আধ্যাত্মিক বলে মনে করেন, তাহলে তিনি আদেশ জারি করুন যে যেকোনও জাতের যেকোনও মানুষই যেন মন্দিরে পুজো করার অধিকার লাভ করতে পারে।''