/anm-bengali/media/media_files/wbbcm9EdrH7uB6BbbYyk.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অর্থাৎ আজ তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর শ্রীরঙ্গম পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরে উচ্ছ্বাস প্রকাশ করে শুক্রবার শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরের প্রধান পুরোহিত সুন্দর ভট্টর বলেছিলেন, "আমাদের প্রধানমন্ত্রী শ্রীরঙ্গম সফর করবেন বলে সমস্ত ভক্তরা খুব খুশি। প্রধানমন্ত্রীর এই সফরে খুশি ভগবান রঙ্গনাথও। আমাদের প্রধানমন্ত্রী সকলের মঙ্গলের কথা ভাবেন, রঙ্গনাথও তাই সকলের মঙ্গলের কথা ভাবেন, তাই শ্রীরঙ্গমের জন্য এটি একটি আশীর্বাদপুষ্ট উপলক্ষ।"
#WATCH | Tamil Nadu: Priests of Sri Ranganathaswamy Temple, in Tiruchirappalli prepare to welcome Prime Minister Narendra Modi ahead of his visit to the temple. pic.twitter.com/FTwUgtKCJ3
— ANI (@ANI) January 20, 2024
সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে আজ তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরের পুরোহিতরা প্রস্তুতি নিচ্ছেন।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us