বড় খবর: ‘টিপরা মোথা’র স্বীকৃতি শুধু সময়ের অপেক্ষা মাত্র

টিপরা মোথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হল এবার।

New Update
tipra.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগে ফের সক্রিয় টিপরা মোথা প্রসঙ্গ। আর এবার ত্রিপুরাতে চওড়া হাসি হাসার জন্যে কেন্দ্রের নয়া পদক্ষেপ। কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং টিপরা মোথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হল এবার।

আদিবাসী প্রগতিশীল আঞ্চলিক জোট ‘টিপরা মোথা’ পার্টির প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেব বর্মা প্রধান এদিন এই প্রসঙ্গে বলেন, “আজ একটি চুক্তি হয়েছে। এটি একটি ঐতিহাসিক চুক্তি। আমি খুশি যে ভারত সরকার অতীতের ভুল স্বীকার করেছে এবং আদিবাসীদের সমস্যা সমাধানের জন্য উদ্ধত হয়েছে। সরকার আমাদের আশ্বাস দিয়েছে যে আমাদের ভাষা, অর্থনীতি, রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং আমাদের সাংস্কৃতিক ইতিহাসকে গুরুত্ব দেওয়া হবে। আমি আমাদের জনগণকে বলতে চাই যে সবাই আমাদের সাথে আছে”।

 

Add 1

স্ব

স