রাজনীতি ছাড়ছেন হেভিওয়েট নেতা! সিদ্ধান্ত নিয়ে নিলেন

দু'দিন আগে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে 'বৃহত্তর টিপ্রাল্যান্ড'-এর দাবি জানিয়েছিলেন টিপরা মোঠার (Tipra Motha) প্রধান প্রদ্যুত কিশোর মানিক্য দেববর্মা।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

 নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরায় বিধানসভা ভোট শেষ হওয়ার কয়েক মাস পরেই বড় সিদ্ধান্ত নিলেন টিপরা মোঠার (Tipra Motha) প্রধান প্রদ্যুত কিশোর মানিক্য দেববর্মা। তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

tipra.jpg

তিনি আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি আর রাজনীতি করতে চাই না। মানুষের জন্য কিছু করতে চাই। আমি মানুষকে কিছু দেওয়ার এবং রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।‘