New Update
/anm-bengali/media/media_files/iOnA3jibuEXBgt77s6lC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার থেকে আর ট্রেনের স্ফরে হবেনা সিট কনফার্মেশনের ঝামেলা। কেননা মোদী সরকার এবার নিয়ে এসেছে নতুন চমক। এবার ওয়েটিং লিস্ট থেকে হবে মুক্তি। রেলের প্রত্যেক যাত্রীই পাবেন 'কনফার্ম' টিকিট। এটি মোদী সরকারের নেতৃত্বে রেলের যাত্রী স্বাচ্ছন্দের এক বৈপ্লবিক পদক্ষেপ।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
এই খবরে খুশি রেলের যাত্রীরা। যারা নিয়মিত বেড়াতে যেতে ভালোবাসেন তাদের জন্য এটি এক দারুণ সুখবর।
ওয়েটিং লিস্ট থেকে মুক্তি!
— BJP West Bengal (@BJP4Bengal) November 23, 2023
রেলের প্রত্যেক যাত্রীই পাবেন 'কনফার্ম' টিকিট।
মোদী সরকারের নেতৃত্বে রেলের যাত্রী স্বাচ্ছন্দে বৈপ্লবিক পদক্ষেপ। pic.twitter.com/OPNWgCFNrA
এসব ছাড়াও ৪ থেকে ৫ কিলোমিটার নয়া ট্র্যাক তৈরি করেছে রেল। ৩ হাজার মেল, এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল কর্তৃপক্ষ।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us